গতকাল সংবাদ সম্মেলনে এসে ইনিংস পরাজয় আটকানোর ব্যাপারে আশার কথা শুনিয়ে আয়ারল্যান্ড অফ স্পিনার অ্যান্ডি ম্যাকব্রাইন বলেছিলেন, দশ নম্বরে আসা গ্রাহাম হিউমও ব্যাট করতে পারেন। তৃতীয় দিনে এখন পর্যন্ত অবশ্য হিউম পর্যন্ত যেতে হয়নি তাদের, ১ উইকেট হারিয়েই প্রথম সেশন পার করেছে তারা। ৫ উইকেট হারিয়ে আয়ারল্যান্ডের রান ৯৩।
এ সেশনে ৩০ ওভারে ৬৬ রান তুলেছে আয়ারল্যান্ড, বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে এখনো ৬২ রানে পিছিয়ে তারা। প্রথম ইনিংসে ফিফটি করা হ্যারি টেক্টর ৪৩ রানে অপরাজিত থেকে মধ্যাহ্নবিরতিতে গেছেন, তাঁর সঙ্গী লরকান টাকার ব্যাটিং করছিলেন ২৪ রানে। দুজনের জুটি ১৪.৫ ওভার ব্যাটিং করে অবিচ্ছিন্ন ৪২ রানে।
বিস্তারিত আসছে…।







Add comment