বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ১৯ আগস্ট। চলুন দেখি, বিশ্বে এদিন কী বড় বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।
দক্ষিণ এশিয়া, ক্যারিবীয় অঞ্চলসহ বিশ্বের বিভিন্ন এলাকায় ক্রিকেট বেশ জনপ্রিয় একটি খেলাপ্রতীকী ছবি: রয়টার্স
দক্ষিণ এশিয়া, ক্যারিবীয় অঞ্চলসহ বিশ্বের বিভিন্ন এলাকায় ক্রিকেট বেশ জনপ্রিয় একটি খেলা। তবে অলিম্পিকে ক্রিকেট যুক্ত করা হয়নি। ইতিহাসে একবারই অলিম্পিকের আসরে ক্রিকেট খেলা হয়েছিল। ১৯০০ সালের ১৯ আগস্ট ফ্রান্সের প্যারিসে ওই ম্যাচ অনুষ্ঠিত হয়। মুখোমুখি হয় ফ্রান্স ও গ্রেট ব্রিটেন। ম্যাচ শেষে তৎকালীন গ্রেট ব্রিটেন ১৫৮ রানে জয় পায়।
Add comment