Nazihar News Network
News from Nazihar It Solution

আইপিএলে কোন দলে কোন বিদেশি ক্রিকেটার

আইপিএল মানেই বিশ্বসেরা ক্রিকেটারদের সমাবেশ। তাঁদের অনবদ্য পারফরম্যান্স। ২০০৮ সাল থেকে শুরু হওয়া বিশ্বের সবচেয়ে বড় এই টি–টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগের ১৬তম আসর নানা পরিবর্তন মাঠে গড়াবে শুক্রবার। বিশ্বের সবচেয়ে অর্থকরী এই ক্রিকেট লিগের দিকে চোখ থাকে তারকা ক্রিকেটারদের।

আইপিএল মানেই বিশ্বসেরা ক্রিকেটারদের সমাবেশ। তাঁদের অনবদ্য পারফরম্যান্স। ২০০৮ সাল থেকে শুরু হওয়া বিশ্বের সবচেয়ে বড় এই টি–টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগের ১৬তম আসর নানা পরিবর্তন মাঠে গড়াবে শুক্রবার। বিশ্বের সবচেয়ে অর্থকরী এই ক্রিকেট লিগের দিকে চোখ থাকে তারকা ক্রিকেটারদের।

আইপিএলের গুরুত্ব এখন এতটাই যে ক্রিকেটাররা অনেক সময়ই দেশের হয়ে খেলার চেয়েও আইপিএল ফ্র্যাঞ্চাইজিকে বেশি গুরুত্ব দিচ্ছেন। এবারের আইপিএলেও প্রতিটি ফ্র্যাঞ্চাইজিতেই ভারতীয় ক্রিকেটারদের পাশাপাশি আছেন বিদেশি ক্রিকেটাররা। এঁদের কেউ কেউ তো দেশের খেলা বাদ দিয়েই খেলতে এসেছেন এখানে। আইপিএলের ১৬তম মৌসুমে কোন দলে কোন কোন বিদেশি ক্রিকেটাররা খেলছেন, তা একনজরে দেখে নিন—

কলকাতা নাইট রাইডার্স

সুনীল নারাইন (ওয়েস্ট ইন্ডিজ), সাকিব আল হাসান (বাংলাদেশ), আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), লকি ফার্গুসন (নিউজিল্যান্ড), টিম সাউদি (নিউজিল্যান্ড), লিটন দাস (বাংলাদেশ), রহমানউল্লাহ গুরবাজ (আফগানিস্তান), ডেভিড ভিসা (নামিবিয়া)।

মুম্বাই ইন্ডিয়ানস

ক্যামেরন গ্রিন (অস্ট্রেলিয়া), টিম ডেভিড (অস্ট্রেলিয়া), জফরা আর্চার (ইংল্যান্ড), ত্রিস্তান স্তাবস (দক্ষিণ আফ্রিকা), ডেওয়াল্ড ব্রেভিস (দক্ষিণ আফ্রিকা), জেসন বেহেরেনদফ (অস্ট্রেলিয়া)।

বিদেশি খেলোয়াড়দের মাঝে চোখ থাকবে স্টোকসের ওপর
বিদেশি খেলোয়াড়দের মাঝে চোখ থাকবে স্টোকসের ওপর

দিল্লি ক্যাপিটালস

ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), রোভমান পাওয়েল (ওয়েস্ট ইন্ডিজ), মিচেল মার্শ (অস্ট্রেলিয়া), আনরিখ নর্কিয়ে (দক্ষিণ আফ্রিকা), লুঙ্গি এনগিডি (দক্ষিণ আফ্রিকা), মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ)।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

ফাফ ডু প্লেসি (দক্ষিণ আফ্রিকা), ফিন অ্যালেন (নিউজিল্যান্ড), গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া), ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), ডেভিড উইলি (ইংল্যান্ড), জস হ্যাজলউড (অস্ট্রেলিয়া), মিচেল ব্রেসওয়েল (নিউজিল্যান্ড), রিস টপলি (ইংল্যান্ড)।

চেন্নাই সুপার কিংস

ডেভিড কনওয়ে (নিউজিল্যান্ড), মঈন আলী (ইংল্যান্ড), ডোয়াইন প্রিটোরিয়াস (দক্ষিণ আফ্রিকা), মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড), মাথীশা পাথিরানা (শ্রীলঙ্কা), মাহীশ থিকসানা (শ্রীলঙ্কা), বেন স্টোকস (ইংল্যান্ড)।

পাঞ্জাব কিংস

ম্যাথু শর্ট (অস্ট্রেলিয়া), ভানুকা রাজাপক্ষে (শ্রীলঙ্কা), লিয়াম লিভিংস্টোন (ইংল্যান্ড), নাথান এলিস (অস্ট্রেলিয়া), কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), স্যাম কারেন (ইংল্যান্ড)।

আইপিএলের বিদেশি তারকা গ্লেন ম্যাক্সওয়েল
আইপিএলের বিদেশি তারকা গ্লেন ম্যাক্সওয়েল

রাজস্থান রয়্যালস

শিমরন হেটমায়ার (ওয়েস্ট ইন্ডিজ), জস বাটলার (ইংল্যান্ড), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), ওবেদ ম্যাককয় (ওয়েস্ট ইন্ডিজ), জো রুট (ইংল্যান্ড), অ্যাডাম জ্যাম্পা (অস্ট্রেলিয়া), জ্যাসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ), ডনোভান ফেরেইরা (দক্ষিণ আফ্রিকা)।

সানরাইজার্স হায়দরাবাদ

এইডেন মার্করাম (দক্ষিণ আফ্রিকা), গ্লেন ফিলিপস (নিউজিল্যান্ড), মার্কো ইয়ানসেন (দক্ষিণ আফ্রিকা), ফজলহক ফারুকি (আফগানিস্তান), আকিল হোসেন (ওয়েস্ট ইন্ডিজ), আদিল রশিদ (ইংল্যান্ড), হেনরিখ ক্লাসেন (দক্ষিণ আফ্রিকা), হ্যারি ব্রুক (ইংল্যান্ড)।

গুজরাট টাইটানস

ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা), ম্যাথু ওয়েড (অস্ট্রেলিয়া), রশিদ খান (আফগানিস্তান), আলজারি যোসেফ (ওয়েস্ট ইন্ডিজ), কেন উইলিয়ামস (নিউজিল্যান্ড), ওদিয়ান স্মিথ (ওয়েস্ট ইন্ডিজ), জশুয়া লিটল (আয়ারল্যান্ড)।

লক্ষ্ণৌ সুপারজায়ান্টস

কাইল মেয়ার্স (ওয়েস্ট ইন্ডিজ), মার্ক উড (ইংল্যান্ড),  নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ), রোমারিও শেফার্ড (ওয়েস্ট ইন্ডিজ), ড্যানিয়েল স্যামস (অস্ট্রেলিয়া), নাভিন–উল–হক (আফগানিস্তান)।

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.