আজ বিসিবি পরিচালনা পর্ষদের জরুরি সভায়ও সিদ্ধান্ত হয়নি কে হচ্ছেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক। সভা শেষে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক কে হবেন সেটার দায়িত্ব নিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। তিনি সম্ভাব্য ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করে অধিনায়ক ঠিক করবেন।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ সভা শেষে জালাল ইউনুস সংবাদমাধ্যমকে বলেন, ১২ আগস্টের মধ্যে এশিয়া কাপের অধিনায়কের নাম ঘোষনা করা হবে। বিশ্বকাপের দল ঘোষনার জন্য যেহেতু সময় আছে, সেটা বিসিবি আরেকটু সময় নিয়ে করতে চায়।







Add comment