Nazihar News Network
News frzom Nazihar It Solution

সাগরের তলদেশে ৫৫ কেজি রুপার বার

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচিত হয় অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। তবে কিছু কিছু বিষয় দাগ কাটে মানুষের মনে, স্থায়ীভাবে ঠাঁই পায় ইতিহাসে। তেমন কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ৭ মে। ফিরে দেখা যাক, উল্লেখযোগ্য কী ঘটেছিল এই দিনে। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।

মাদাগাস্কারের সেন্ট মেরি দ্বীপে সাগরের তলদেশ থেকে ৫৫ কেজি রুপার বার উদ্ধার করা হয় ২০১৫ সালেবিবিসির টুইটারের ভিডিও থেকে নেওয়া ছবি

আফ্রিকার দ্বীপদেশ মাদাগাস্কারের সেন্ট মেরি দ্বীপে সাগরের তলদেশ থেকে ২০১৫ সালের এই দিনে ৫৫ কেজি রুপার বার উদ্ধার করা হয়। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রত্নতত্ব গবেষক দল এসব রুপার বার উদ্ধার করে। ধারণা করা হয়, স্কটল্যান্ডের জলদস্যু ক্যাপ্টেন উইলিয়াম কিড লুট করে আনা এসব রুপা সাগরের তলদেশে মজুত করে রেখেছিলেন। ক্যাপ্টেন কিড নামে পরিচিত এই জলদস্যু সপ্তদশ শতাব্দীতে ওই এলাকায় দুর্ধর্ষ ছিলেন। ১৭০১ সালে ৫৬ বছর বয়সী ক্যাপ্টেন কিডকে আদালতের নির্দেশে লন্ডনে ফাঁসি দেওয়া হয়।

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচিত হয় অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। তবে কিছু কিছু বিষয় দাগ কাটে মানুষের মনে, স্থায়ীভাবে ঠাঁই পায় ইতিহাসে। তেমন কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ৭ মে। ফিরে দেখা যাক, উল্লেখযোগ্য কী ঘটেছিল এই দিনে। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম

মাদাগাস্কারের সেন্ট মেরি দ্বীপে সাগরের তলদেশ থেকে ৫৫ কেজি রুপার বার উদ্ধার করা হয় ২০১৫ সালেবিবিসির টুইটারের ভিডিও থেকে নেওয়া ছবি

আফ্রিকার দ্বীপদেশ মাদাগাস্কারের সেন্ট মেরি দ্বীপে সাগরের তলদেশ থেকে ২০১৫ সালের এই দিনে ৫৫ কেজি রুপার বার উদ্ধার করা হয়। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রত্নতত্ব গবেষক দল এসব রুপার বার উদ্ধার করে। ধারণা করা হয়, স্কটল্যান্ডের জলদস্যু ক্যাপ্টেন উইলিয়াম কিড লুট করে আনা এসব রুপা সাগরের তলদেশে মজুত করে রেখেছিলেন। ক্যাপ্টেন কিড নামে পরিচিত এই জলদস্যু সপ্তদশ শতাব্দীতে ওই এলাকায় দুর্ধর্ষ ছিলেন। ১৭০১ সালে ৫৬ বছর বয়সী ক্যাপ্টেন কিডকে আদালতের নির্দেশে লন্ডনে ফাঁসি দেওয়া হয়।

৭ পর্বতজয়ী প্রথম ব্যক্তি

কানাডার পর্বত অভিযাত্রী প্যাট্রিক মোরো। বিশ্বের সাতটি মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ জয় করেছেন তিনি। ১৯৮৬ সালের এ দিনে তিনি অনন্য এই কীর্তি গড়েন। প্যাট্রিক মোরো বিশ্বের প্রথম ব্যক্তি, যিনি সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ শৃঙ্গে পা রেখেছেন।

ডিনামাইটের স্বত্ব নেন নোবেল

সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের অনন্য আবিষ্কারগুলোর একটি বিস্ফোরক ডিনামাইট। ১৮৬৭ সালের এ দিনে গুরুত্বপূর্ণ এই আবিষ্কারের স্বত্ব (পেটেন্ট) নেন তিনি। যে বিস্ফোরকের আকার হবে স্টিকের (কাঠি) মতো এবং এই আকার মেনে তা বিক্রি করা হবে। এটা এ কারণে নিরাপদ যে স্বয়ংক্রিয়ভাবে বিস্ফোরণ ঘটবে না। তাই আগের যেকোনো বিস্ফোরকের তুলনায় এটা নিরাপদ। এই আবিষ্কার তাঁকে খ্যাতির পাশাপাশি প্রচুর অর্থবিত্তের মালিক বানায়। তাঁর রেখে যাওয়া অর্থে চালু হয় মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কার।

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.