Nazihar News Network

শান্তিতে নোবেল বিজয়ী অ্যালেসের ১০ বছরের কারাদণ্ড

শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী অ্যালেস বিয়ালিয়াৎস্কিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে বেলারুশের আদালত। দেশটির একজন শীর্ষ মানবাধিকারকর্মী তিনি। মানবাধিকার নিয়ে কাজ করার স্বীকৃতিস্বরূপ ২০২২ সালে তাকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়। বর্তমানে অ্যালেস বিলিয়াতস্কির বয়স ৬০ বছর।

শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী অ্যালেস বিয়ালিয়াৎস্কিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে বেলারুশের আদালত। দেশটির একজন শীর্ষ মানবাধিকারকর্মী তিনি। মানবাধিকার নিয়ে কাজ করার স্বীকৃতিস্বরূপ ২০২২ সালে তাকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়। বর্তমানে অ্যালেস বিলিয়াতস্কির বয়স ৬০ বছর।

আল জাজিরা জানিয়েছে, গত বছর বিয়ালিয়াৎস্কির সঙ্গে যৌথভাবে শান্তি পুরস্কার পেয়েছিল রাশিয়ার মানবাধিকার সংস্থা মেমোরিয়াল এবং ইউক্রেনের মানবাধিকার সংস্থা সেন্টার ফর সিভিল লিবার্টিস।

খবরে বলা হয়েছে, অ্যালেস বিয়ালিয়াৎস্কি বেলারুশের কারাগারে বন্দি থাকা অবস্থায় নোবেল পেয়ে ছিলেন। ওই সময় তার বিরুদ্ধে বিচার কার্যক্রম চলছিল। ১৯৯৬ সালে ভিয়াসনা (বসন্ত) নামে একটি মানবাধিকার সংস্থা প্রতিষ্ঠা করেন তিনি।

বেলারুশের নিরাপত্তাবাহিনী ২০২০ সালে সরকারবিরোধী কার্যক্রমে জড়িত থাকার অপরাধে বিয়ালিয়াৎস্কিকে আটক করে। ওই বছর বেলারুশে নির্বাচন অনুষ্ঠিত হয়। তাতে আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হন আলেক্সান্ডার লুকাশেঙ্কো। বিরোধী দলগুলো ওই নির্বাচনের ফলাফল মেনে নেয়নি। এর প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ হয়।

বেলারুশের নিরাপত্তাবাহিনীর অভিযোগ, অ্যালেস বিয়ালিয়াৎস্কি ও তার সংগঠন সরকারবিরোধী কর্মকাণ্ডে মদদ ও অর্থায়ন করেছে। দেশটির আদালত বিয়ালিয়াৎস্কি ছাড়াও তার মানবাধিকার সংস্থার আরও কয়েকজন সদস্যকে কারাদণ্ড দিয়েছে।

আলোচিত এই মানবাধিকার কর্মীকে কারাদণ্ড দেওয়ার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বেলারুশের বিরোধীদলীয় নেতা সোভিতেলানা তিসিখানোসকায়া। তিনি বলেছেন, এটি নির্লজ্জ অবিচার।

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.