যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে আবহাওয়া আরও দুর্যোগপূর্ণ হতে পারে। ঘূর্ণিঝড়ে ২৬ জন নিহত হওয়ার পর গভর্নর এ সতর্কতা জারি করেছেন।
গভর্নর টেট রিভস বলেছেন, মিসিসিপির বিভিন্ন এলাকা এখনো ঝুঁকিপূর্ণ।
গত শুক্রবার রাতে মিসিসিপি ও অ্যালাবামা অঙ্গরাজ্যে বেশ কয়েকটি ঘূর্ণিঝড়ের আঘাতে কয়েক শতাধিক মানুষ গৃহহীন হয়েছে। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত একটি শহরের মেয়র বলেছেন, প্রাকৃতিক দুর্যোগে তিনি তাঁর বন্ধুদের হারিয়েছেন।
গত এক দশকের বেশি সময়ের মধ্যে মিসিসিপির ঘূর্ণিঝড় ছিল অন্যতম ভয়াবহ। মিসিসিপিতে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। আর প্রতিবেশী অঙ্গরাজ্য অ্যালাবামাতে নিহত হয়েছেন একজন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মিসিসিপি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকারী দল পাঠিয়েছেন।
তবে স্থানীয় বাসিন্দারা এখনো আতঙ্কের মধ্যে রয়েছেন। যেকোনো সময় বড় ধরনের দুর্যোগ আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।
রোলিং ফর্ক শহরে এক সংবাদ সম্মেলনে গভর্নর রিভস বলেছেন, পরিস্থিতি তাঁদের কাছে ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। মিসিসিপির দক্ষিণের দিকে গেলে আবহাওয়া আরও ঝুঁকিপূর্ণ হতে পারে। এ কারণে সবাইকে প্রস্তুত থাকতে আহ্বান জানান তিনি।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী আলেজান্দ্রো মায়োরকাস মিসিসিপির ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য দীর্ঘ মেয়াদে সহায়তার আহ্বান জানিয়েছেন।







Add comment