সেনাবাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ থেকে বাঁচতে গত বুধবার থেকে এখন পর্যন্ত ১০ হাজার মানুষ মিয়ানমার থেকে থাইল্যান্ডে পালিয়েছে।
আল–জাজিরার খবরে জানা যায়, থাইল্যান্ডের কর্মকর্তারা বলছেন, দক্ষিণাঞ্চলের কারেন রাজ্যের মায়াওয়াডি শহরের কাছে সীমান্ত এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। থাইল্যান্ডের টাক প্রদেশের সীমান্তবর্তী ওই অঞ্চল কায়িন নামে পরিচিত।
শোয়ে কোকা শহর ছেড়ে তারা পালিয়েছে। দুই বছর আগে মিয়ানমারে সেনা অভ্যুত্থান শুরুর পর থেকে এবারই প্রথম বেশিসংখ্যক মানুষ সীমান্ত পার হলো। সংঘর্ষের বিষয়ে মিয়ানমারের সেনাবাহিনী কোনো বিবৃতি দেয়নি।
২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারে নির্বাচিত অং সান সু চির সরকারকে সরিয়ে ক্ষমতায় আসে জান্তা সরকার। এর পর থেকেই দেশটিতে অস্থিরতা চলছে।
সেনা অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে কেএনএলএ-এর মতো জাতিগত সশস্ত্র দলগুলো সেনা অভ্যুত্থানবিরোধী দলের সঙ্গে যোগ দিয়েছে। বিরোধীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে মিয়ানমারের সেনাবাহিনী।
মিয়ানমারের সেনাবাহিনী বলেছে, তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। বেসামরিক লোকদের হত্যার কথা অস্বীকার করেছে তারা। বেসামরিক মানুষের মৃত্যুর জন্য অভ্যুত্থানবিরোধীদের দায়ী করেছে জান্তা সরকার।







Add comment