Nazihar News Network
News frzom Nazihar It Solution

মহারাষ্ট্রে গাছচাপায় ৭ পুণ্যার্থী নিহত

এনডিটিভি জানায়, মহারাষ্ট্রের আকোলায় একটি মন্দিরের সামনে ধর্মীয় অনুষ্ঠানের সময় প্রবল বৃষ্টি এবং ঝড়ের কারণে একটি টিন শেডের নিচে বহু পুণ্যার্থী আশ্রয় নেন। একপর্যায়ে পুরোনো একটি নিমগাছ উপড়ে ওই টিনশেডের ওপর আছড়ে পড়ে। মহারাষ্ট্র পুলিশ জানায়, ঘটনাস্থলেই সাতজন নিহত হন।

খবর পেয়ে সঙ্গে সঙ্গে রাজ্য ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। আহতদের স্থানীয় আকোলা হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ভারতের মহারাষ্ট্রে ঝড়ে উপড়ে পড়া গাছচাপায় সাত পুণ্যার্থী নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। রোববার (৯ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

এনডিটিভি জানায়, মহারাষ্ট্রের আকোলায় একটি মন্দিরের সামনে ধর্মীয় অনুষ্ঠানের সময় প্রবল বৃষ্টি এবং ঝড়ের কারণে একটি টিন শেডের নিচে বহু পুণ্যার্থী আশ্রয় নেন। একপর্যায়ে পুরোনো একটি নিমগাছ উপড়ে ওই টিনশেডের ওপর আছড়ে পড়ে। মহারাষ্ট্র পুলিশ জানায়, ঘটনাস্থলেই সাতজন নিহত হন।

খবর পেয়ে সঙ্গে সঙ্গে রাজ্য ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। আহতদের স্থানীয় আকোলা হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নাভিস এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। এ ছাড়া নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

ফডনবীস বলেন, যে পুণ্যার্থীরা গুরুতর আহত হয়েছেন, তাদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং যারা সামান্য চোট পেয়েছেন, তাদের বালাপুরের হাসপাতালে চিকিৎসা চলছে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.