জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল নেপালের পশ্চিমাঞ্চল। দেশটির রাজধানী কাঠমাণ্ডুতেও ভূকম্পন অনুভূত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে ভূমিকম্প দুটির উৎপত্তিস্থল ছিল দেশটির বাঝাং জেলা।
নেপালের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে প্রথম ভূমিকম্পটি হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। এরপর বিকেল ৩টা ৬ মিনিটে শক্তিশালী আরেকটি ভূমিকম্প হয়। এটার মাত্রা ছিল ৬ দশমিক ৩।
রাজধানী কাঠমাণ্ডুতেও দুবারই ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে দেশটির পশ্চিমাঞ্চলে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির বিস্তারিত জানাতে পারেনি কর্তৃপক্ষ।
নেপালে দ্বিতীয় দফায় ভূমিকম্পে দিল্লি, উত্তরাখন্ডসহ ভারতের উত্তরাঞ্চলে ভূকম্পন অনুভূত হয়েছে বলে এনডিটিভির এক খবরে বলা হয়েছে। এতে বলা হয়, ভারতের উত্তর প্রদেশের লক্ষ্ণৌ, হরিয়ানার গুরগাঁও এবং জয়পুরের চন্ডিগড়েও ভূমিকম্প অনুভূত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, ভূমিকম্পে আতঙ্কিত লোকজন ঘর থেকে বেরিয়ে আসছেন।
Add comment