Nazihar News Network
News from Nazihar It Solution

নাইজারে প্রেসিডেন্টকে পদচ্যুত করা হয়েছে, টেলিভিশনে জানালেন সেনারা

আফ্রিকার দেশ নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে পদচ্যুত করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির সেনারা। স্থানীয় সময় গতকাল বুধবার টেলিভিশনে এ কথা জানানো হয়েছে।

এর আগে গতকাল মোহাম্মদ বাজোমকে রাজধানী নিয়ামেইর প্রেসিডেন্ট প্রাসাদে বন্দী করা হয়। প্রেসিডেন্ট গার্ডের সদস্যরা তাঁকে বন্দী করেন। সেখানে মোহাম্মদ বাজোম কী অবস্থায় আছেন, তা জানা যায়নি।

নাইজারের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে কর্নেল–মেজর আমাদোউ আবদ্রামানে বলেন, ‘দেশে আপনি যে শাসনের সঙ্গে এত দিন ধরে পরিচিত, তার রাশ টানার সিদ্ধান্ত নিয়েছে প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী। আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমেই অবনতি, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বিদ্যমান অব্যবস্থাপনার জেরে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

বিবৃতিতে জানানো হয়, ক্ষমতার পালাবদলের টালমাটাল পরিস্থিতিতে নাইজারের সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। দেশজুড়ে জারি করা হয়েছে কারফিউ। দেশের সব সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম আপাতত স্থগিত থাকবে।

আফ্রিকার দেশ নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে পদচ্যুত করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির সেনারা। স্থানীয় সময় গতকাল বুধবার টেলিভিশনে এ কথা জানানো হয়েছে।

এর আগে গতকাল মোহাম্মদ বাজোমকে রাজধানী নিয়ামেইর প্রেসিডেন্ট প্রাসাদে বন্দী করা হয়। প্রেসিডেন্ট গার্ডের সদস্যরা তাঁকে বন্দী করেন। সেখানে মোহাম্মদ বাজোম কী অবস্থায় আছেন, তা জানা যায়নি।

নাইজারের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে কর্নেল–মেজর আমাদোউ আবদ্রামানে বলেন, ‘দেশে আপনি যে শাসনের সঙ্গে এত দিন ধরে পরিচিত, তার রাশ টানার সিদ্ধান্ত নিয়েছে প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী। আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমেই অবনতি, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বিদ্যমান অব্যবস্থাপনার জেরে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

বিবৃতিতে জানানো হয়, ক্ষমতার পালাবদলের টালমাটাল পরিস্থিতিতে নাইজারের সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। দেশজুড়ে জারি করা হয়েছে কারফিউ। দেশের সব সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম আপাতত স্থগিত থাকবে।

রাষ্ট্রীয় টেলিভিশনের পর্দায় যখন কর্নেল-মেজর আমাদোউ আবদ্রামানে এই বিবৃতি পড়ছিলেন, তখন ৯ সেনা কর্মকর্তা তাঁর পেছনে দাঁড়িয়ে ছিলেন। তাঁরা ‘দেশের সুরক্ষায় গঠিত জাতীয় কাউন্সিল’-এর সদস্য বলে জানানো হয়েছে। যেকোনো ধরনের বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সশস্ত্র যোদ্ধারা প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে বন্দী করেছেন, এমন খবরে গতকাল উদ্বেগ ছড়িয়ে পড়ে। আশঙ্কা করা হয়, ২০২০ সালের পর পশ্চিম আফ্রিকায় ষষ্ঠ সামরিক অভ্যুত্থান ঘটতে যাচ্ছে।

পরে প্রেসিডেন্ট কার্যালয়ের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টগুলোয় বলা হয়, প্রেসিডেন্ট ও তাঁর পরিবার ভালো আছেন, তবে এতে বিস্তারিত কিছুই বলা হয়নি। যদিও কারা এ সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টগুলো নিয়ন্ত্রণ করছে, এমন সংশয়ের মধ্যে পরে এ বিবৃতি মুছে দেওয়া হয়।

পশ্চিম আফ্রিকার প্রধান আঞ্চলিক ও অর্থনৈতিক জোট ‘ইকোয়াস’ বলেছে, সামরিক অভ্যুত্থান চেষ্টার খবরে তারা উদ্বিগ্ন। এ ঘটনায় জড়িত ‘বিশ্বাসঘাতক’ সেনাদের অবিলম্বে এমন কাজ বন্ধ করার আহ্বান জানিয়েছে আফ্রিকান ইউনিয়ন। মোহাম্মদ বাজোমের অবিলম্বে মুক্তি চেয়েছে যুক্তরাষ্ট্র।

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.