Nazihar News Network
News from Nazihar It Solution Limited

যুক্তরাষ্ট্রের মধ্যম সারির ব্যাংকগুলো আতঙ্কিত, সব আমানতের বিমা চেয়ে চিঠি

যুক্তরাষ্ট্রের মধ্যম সারির ব্যাংকগুলোর মধ্যে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ পরিস্থিতিতে এসব ব্যাংকের জোট দেশটির ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশন বা এফডিআইসিকে অনুরোধ করেছে, শুধু আড়াই লাখ ডলার পর্যন্ত নয়, সব ধরনের আমানতেই যেন আগামী দুই বছর পর্যন্ত বিমা দেওয়া হয়। খবর সিএনসিবির

মিডসআইজ ব্যাংক কোয়ালিশন অব আমেরিকা (এমবিসিএ) নিয়ন্ত্রক সংস্থার কাছে পাঠানো এক চিঠিতে এ অনুরোধ জানিয়েছে। সিএনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চিঠিতে এমবিসিএ বলেছে, এ মুহূর্তে সব অঙ্কের আমানতে বিমা দেওয়া হলে ছোট ও মাঝারি ব্যাংকগুলো থেকে গ্রাহকদের আমানত তুলে নেওয়ার হিড়িক থামবে। এতে ব্যাংক খাতে স্থিতিশীলতা ফিরবে এবং এ খাতের ওপর মানুষের আস্থা ফিরবে।

যুক্তরাষ্ট্রের মধ্যম সারির ব্যাংকগুলোর মধ্যে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ পরিস্থিতিতে এসব ব্যাংকের জোট দেশটির ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশন বা এফডিআইসিকে অনুরোধ করেছে, শুধু আড়াই লাখ ডলার পর্যন্ত নয়, সব ধরনের আমানতেই যেন আগামী দুই বছর পর্যন্ত বিমা দেওয়া হয়। খবর সিএনসিবির

মিডসআইজ ব্যাংক কোয়ালিশন অব আমেরিকা (এমবিসিএ) নিয়ন্ত্রক সংস্থার কাছে পাঠানো এক চিঠিতে এ অনুরোধ জানিয়েছে। সিএনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চিঠিতে এমবিসিএ বলেছে, এ মুহূর্তে সব অঙ্কের আমানতে বিমা দেওয়া হলে ছোট ও মাঝারি ব্যাংকগুলো থেকে গ্রাহকদের আমানত তুলে নেওয়ার হিড়িক থামবে। এতে ব্যাংক খাতে স্থিতিশীলতা ফিরবে এবং এ খাতের ওপর মানুষের আস্থা ফিরবে।

এসভিবি বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই সিগনেচার ব্যাংকের গ্রাহকেরা আমানত তুলে নিতে শুরু করেন। সে ঘটনায় তাদের শেয়ারদর পড়তে শুরু করে। শুধু তা-ই নয়, সিগনেচার ব্যাংকের সমকক্ষ আরও কয়েকটি ব্যাংকের শেয়ারদরও পড়ে যায়।

তা সত্ত্বেও ব্যাংকের নেতৃত্ব আশাবাদী ছিল, এ ঝড় মোকাবিলা করা যাবে। কারণ, গতকাল রোববার সকালে অর্থ তুলে নেওয়ার গতি অনেকটাই কমে এসেছিল। কিন্তু একপর্যায়ে নিয়ন্ত্রক সংস্থা তাদের জানায়, তারা ব্যাংকটি বন্ধ করে দিতে যাচ্ছে। এ কথা শোনার পর ব্যাংকের নেতৃত্বের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। নিউইয়র্ক রাজ্যের ব্যাংক নিয়ন্ত্রক সংস্থা এফডিআইসির সঙ্গে সমন্বিতভাবে এর নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়েছে।

এ ঘটনার পর যুক্তরাষ্ট্রের মাঝারি মানের ব্যাংকগুলো বিপদে পড়েছে। বিমাবিহীন আমানতকারীরা ছোট ও মাঝারি ব্যাংকগুলো থেকে জেপি মর্গান ও সিটি ব্যাংকের মতো বড় ব্যাংকগুলোতে আমানত সরিয়ে নিচ্ছে। এ পরিস্থিতিতে এমবিসিএ মরিয়া হয়ে এফডিআইসির কাছে এ আবেদন করেছে।

এদিকে সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি) ও সিগনেচার ব্যাংক বন্ধ হওয়ার পর পতনের ঝুঁকিতে আছে দেশটির আরেক ব্যাংক—ফার্স্ট রিপাবলিক ব্যাংক। তবে সান ফ্রান্সিসকোভিত্তিক এ ব্যাংকের পতন ঠেকাতে এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কয়েকটি ব্যাংক। জেপি মর্গান ও সিটি গ্রুপের নেতৃত্বে ১১টি ব্যাংক ফার্স্ট রিপাবলিককে ৩০ বিলিয়ন বা ৩ হাজার কোটি ডলার আমানত দিচ্ছে।

এ ছাড়া নগদ অর্থের সংকটে পড়া আমেরিকান ব্যাংকগুলো গত সপ্তাহে কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের কাছ থেকে ৩০ হাজার কোটি ডলার ধার করেছে। তবে এ অর্থের প্রায় অর্ধেক পেয়েছে দুটো হোল্ডিং কোম্পানি, যাদের মালিকানাধীন দুই ব্যাংক মার্কিন কর্তৃপক্ষ এক সপ্তাহের মধ্যে বন্ধ ঘোষণা করেছে।

অ্যাসোসিয়েটেড প্রেসকে উদ্ধৃত করে ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ান জানিয়েছে, ফেডারেল রিজার্ভের তথ্য বলছে, সিলিকন ভ্যালি ব্যাংক ও সিগনেচার ব্যাংকের দুই হোল্ডিং কোম্পানি সব মিলিয়ে ১৪ হাজার ৩০০ কোটি ডলার ধার করেছে।

ফেডারেল রিজার্ভের একটি বিশেষ ঋণসুবিধা রয়েছে, যাকে বলা হয় ‘ডিসকাউন্ট উইন্ডো’। এটি দীর্ঘদিন ধরেই চালু রয়েছে। এ সুবিধা থেকে গত সপ্তাহে অতিরিক্ত ১৫ হাজার ৩০০ কোটি ডলার ব্যাংকগুলো ধার করেছে। এটি রেকর্ড। কারণ, সাধারণত সপ্তাহে এ খাত থেকে ৪০০ থেকে ৫০০ কোটি ডলার ধার করা হয়।

এই ডিসকাউন্ট উইন্ডো থেকে ব্যাংকগুলো ৯০ দিনের জন্য অর্থ ধার করতে পারে।
গত রোববার চালু করা আরেকটি ঋণ কর্মসূচির আওতায় ফেডারেল রিজার্ভ এর বাইরে আরও ১ হাজার ১১৯ কোটি ডলার ধার দিয়েছে। ব্যাংকগুলো এখান থেকে ঋণ নিয়ে তাদের অর্থের প্রবাহ বাড়াতে এবং আমানতকারীদের অর্থ পরিশোধ করতে পারে।

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.